শিরোনাম
মানিকগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংস্থার (এমডিপিওডি) উদ্যোগে আজ এ সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মনোয়ার হোসেন মোল্লা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ ও রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনগত সহায়তা কর্মকর্তা দুরখসা জাহান, সমাজসেবা উপ-পরিচালক আব্দুল বাতেন, সাইটস সেভার্স কাউন্টির পরিচালক অমৃতা রেজিনা রোজারিও, মানিকগঞ্জ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংস্থা (এমডিপিওডি) এর পরিচালক আন্তাজ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উল্লাহ, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রহমান, জাতীয় পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) এর পরিচালক প্রকৌশলী ড. মো. ফারুক হোসেন এবং মানিকগঞ্জ সিআরপির ম্যানেজার মাহবুব ইসলাম।
‘ইকোয়ালিটি অফ বাংলাদেশ ক্যাম্পেইন’ এবং ‘সাইটস সেভার্স কাউন্টি অফিস’ এর সহায়তায় অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তার জন্য আইনের সঠিক বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়।