বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫

নাটোরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নাটোরে শোভাযাত্রা ও  সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  ছবি :বাসস

নাটোর, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ শোভাযাত্রা ও  সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের পুরনো বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

সমাবেশ উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ। 

এর আগে, সোমবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।