বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪

পটুয়াখালীতে বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছের চারা রোপণ 

কলাপাড়ায় আজ কৃষক ও সাধারণ মানুষকে বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।  ছবি :বাসস

পটুয়াখালী, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার কলাপাড়া উপজেলায় আজ উপকূলীয় এলাকার কৃষক ও সাধারণ মানুষকে বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপাড়া মসজিদ রোডে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় কুয়াকাটা পৌর এলাকায় মোট ১০ হাজার গাছের রোপণ করা হবে। এছাড়াও লেম্বুর বন ও গঙ্গামতি এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

এদিন কুয়াকাটায় সমুদ্র রক্ষা বেড়িবাঁধ থেকে লাইটহাউস পর্যন্ত প্রায় ছয়হাজার তালের বিচি রোপণ করা হয়। 

অনুষ্ঠানে কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলাম, সাবেক আমির ও মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মো. মঈনুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ কাদির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।