শিরোনাম
নেত্রকোণা, ৩১ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নেত্রকোণা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক ডা.আনোয়ারুল হক সভাপতি এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি নতুন নির্বাচিত প্রতিনিধি পেয়েছে।
গতকাল শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি উপজেলা ও ৫টি পৌরসভায় মোট ১৫টি সাংগঠনিক ইউনিটির প্রত্যেকটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ১,৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।
জেলা বিএনপির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম.এ. আউয়াল সেলিম গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীনের কাছে নির্বাচনের ফলাফল হস্তান্তর করেন। সালাহ উদ্দীন সবার সামনে ঐতিহাসিক জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মঞ্চে এ ফলাফল ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি , এস.এম. মনিরুজ্জামান দুদু এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী । তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ড. রফিকুল ইসলাম হিলালী মাছ প্রতীকে ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে আব্দুল্লাহ আল মামুন খান রনি গরুর গাড়ি প্রতীকে ৭২১ ভোট এবং এস. এম. মনিরুজ্জামান দুদু ফুটবল প্রতীকে ১৮ টি ভোট পান।