শিরোনাম
কুমিল্লা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): কুমিল্লা নগরীতে শোডাউনের প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপ কিং স্কোয়ার্ডের ২১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর হাউজিং এলাকার কেটিসিসি মাঠ থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মহিনুল ইসলাম জানান, আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে কিশোর গ্যাং গ্রুপ কিং স্কোয়ার্ড শুক্রবার বিকেলে নগরীর হাউজিং এলাকায় কেটিসিসির মাঠে শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রুপের ২১ সদস্যকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটকদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।
ওসি মহিনুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার তাদের কুমিল্লা আদালতে তোলা হবে।