বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১৪:৩২

ঝিনাইদহে কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা 

ঝিনাইদহ সদর উপজেলায় আজ কৃষকদের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ, পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি :বাসস

ঝিনাইদহ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কৃষকদের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ, পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নলডাঙ্গা মন্দির প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মো. জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা জলি খাতুন, ইউপি সদস্য পলাশ প্রমুখ। 

কর্মশালায় বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় নলডাঙ্গা ইউনিয়নের ১২৫ জন কৃষককে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।