শিরোনাম

খুলনা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শিক্ষার ভূমিকা তুলে ধরে খুলনার অতিরিক্ত কমিশনার আবু সাঈদ মো. মনজুর আলম বলেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধ ও আচরণের দিকে পরিচালিত করেন। মাদক থেকে দূরে থাকা একজন শিক্ষিত ব্যক্তির প্রকৃত পরিচয়।
আজ বুধবার নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনাস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার সতর্ক করে বলেন, আধুনিক ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি মাদকের অপব্যবহারের মতোই বিপজ্জনক। কারণ, এটি তরুণ শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশকে ব্যাহত করে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে এই সমস্যা নির্মূল করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আজকের শিশু জাতির ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির বিপদ থেকে রক্ষা করার জন্য তাদের চিন্তা-ভাবনা, বুদ্ধি এবং আচরণে শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
খুলনাস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার সভায় সভাপতিত্ব করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, শিশু ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা সমন্বয়কারী মোসাম্মৎ বিউটি কুইন এবং স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।