বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৮:০২

ঢাবির অণুজীব বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অণুজীব বিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সহকারী অধ্যাপক ড. সামিনা মমতাজ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী  অংকিতা সাহা এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম।

শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. আনিছুর রহমান খানকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা দেশ সেরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা রয়েছে। সেইসঙ্গে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেকোন সমস্যায় পড়লে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। 

তিনি বলেন, শিক্ষার্থীরা নিজের অধিকার অর্জনের যেমন চেষ্টা করবে, তেমন অন্যের অধিকার সংরক্ষণের ব্যাপারেও সচেষ্ট থাকবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে পারদর্শী হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।