শিরোনাম

কিশোরগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার তাড়াইল উপজেলায় আজ অবৈধভাবে বালু তোলার ড্রেজার পরিচালনার দায়ে দুই ড্রেজার মালিককে মোট দুইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে তাড়াইল উপজেলার ভেরনতলা বন্দর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।
দন্ডপ্রাপ্ত দু’জন হলেন- জেলার তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে লিটন (৪৫) এবং পংপাচিহা গ্রামের মৃত আকবর আলীর ছেলে ফারুক মিয়া (৩৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে দুই ড্রেজার মালিক লিটন ও ফারুক মিয়াকে আটক করা হয়। এসময় অবৈধভাবে বালু তোলার ড্রেজার পরিচালনার দায়ে দুই ড্রেজার মালিক লিটন ও ফারুক মিয়াকে একলাখ টাকা করে মোট দুইলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।