বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৫৯

বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 

বরগুনায় আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ র্জয়ন্তী মিলনায়তনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

বরগুনা, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস): বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ র্জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন আবুল ফাত্তাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, কমিউনিটি রেডিও লোকবেতার এর পরিচালক মনির হোসেন কামালসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।