শিরোনাম

সাতকানিয়া ডিজিটাল ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু
চট্টগ্রাম (দক্ষিণ), ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস):জেলার সাতকানিয়ায় গ্রামভিত্তিক জ্ঞানচর্চাকে নতুন মাত্রা দিতে চালু হয়েছে ডিজিটাল ভ্রাম্যমাণ লাইব্রেরি।
গতকাল শনিবার সাতকানিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবীণ শিক্ষক মাস্টার আবদুচ ছালামের নামে প্রতিষ্ঠিত ‘মাস্টার আবদুচ ছালাম ভ্রাম্যমাণ লাইব্রেরি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
‘মাস্টার আবদুচ ছালাম ভ্রাম্যমাণ লাইব্রেরি’ নামের এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে অনলাইনে বই বুকিং করে গ্রামেই বই পাওয়ার সুযোগ মিলবে পাঠকদের। উপজেলার বর্ণগ্রামে এক অনন্য ও আধুনিক জ্ঞানভিত্তিক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও পর্দা উন্মোচনের মাধ্যমে লাইব্রেরিটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সামছুজাম্মান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক মাস্টার আবদুচ ছালাম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি ডিজিটাল ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেখানে পাঠকেরা ঘরে বসেই অনলাইনে বইয়ের তালিকা দেখতে পারবেন এবং পছন্দের বই পড়ার জন্য বুকিং দিতে পারবেন। নির্ধারিত সময় ও রুট অনুযায়ী ভ্রাম্যমাণ ভ্যানটি পাঠকের দোরগোড়ায় বই পৌঁছে দেবে।
লাইব্রেরিটির ডিজিটাল সুবিধা ও পরিকল্পনা দেখে উদ্বোধকরা সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রসারে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
লাইব্রেরির স্বপ্নদ্রষ্টা তরুণ শিক্ষানুরাগী ও সমাজকর্মী জাহেদুল ইসলাম বলেন, আমরা চাই গ্রামের প্রতিটি প্রান্তে বই পৌঁছে দিতে। বর্তমান সময়ে শিশু-কিশোরেরা স্মার্টফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে নারী ও শিশুদের বইমুখী করে মূল্যবোধ সম্পন্ন ও জ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।