বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:০৬

সমতা ও শান্তির আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটের

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। 

আজ রোববার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সমতা, শান্তি ও স্বীকৃতি’—এই মূলমন্ত্র সামনে রেখে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের চৌদ্দটি সম্প্রদায়ের ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করাই জোটের লক্ষ্য। এ সময় জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার ন্যায্য সমাধান, সমঅধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সেনাবাহিনীর মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য দেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খোয়াই চিং মংশাক, মুখপাত্র পাইশিখই মারমা, সদস্য শাহীন আলম, আই, এইচ, রাফি, মো. মোক্তাদির, নিজাম উদ্দিন প্রমুখ।