শিরোনাম

কুড়িগ্রাম, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা নদী তীরবর্তী পশ্চিম ধনিরাম এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম অঞ্চল।
অগ্রণী ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ কুতুবের সহযোগিতায় আজ রোববার দুপুরে পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আহসান হাবীব, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদাত হোসেন, জেলা চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অগ্রণী ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধরলা নদীর ভাঙন ও বন্যার কারণে ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার নদী তীরবর্তী হাজার হাজার মানুষ প্রতিবছর গৃহহীন হয়ে পড়ছে। তীব্র শীতে এসব অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অগ্রণী ব্যাংকের এই কম্বল বিতরণ কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংক কর্তৃপক্ষ।