শিরোনাম

ঝালকাঠি, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এবং গণভোট প্রচারণায় জোর দেয়া হয়েছে।
রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন গণভোটের প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকারসহ শিক্ষা, কৃষি, মৎস্য, সড়ক ও জনপথ, তথ্য, এলজিইডি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক বলেন, গণভোট একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া প্রশাসনের দায়িত্ব। তিনি বলেন, ‘গণভোট নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে। প্রতিটি দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। গ্রামপর্যায়ে উঠান বৈঠক, সভা-সমাবেশ এবং তথ্যভিত্তিক প্রচারণার মাধ্যমে মানুষকে গণভোটের উদ্দেশ্য ও প্রক্রিয়া পরিষ্কারভাবে জানাতে হবে।’
গণভোটের প্রচার কার্যক্রম নিয়ে দীর্ঘ আলোচনা হয় সভায়। জেলা তথ্য অফিস, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কীভাবে কার্যকর প্রচারণা চালানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি জানান, প্রচার কার্যক্রম হতে হবে নিরপেক্ষ, তথ্যনির্ভর ও জনগণের জন্য সহজবোধ্য।
এছাড়া সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে চলমান কাজগুলোর হালনাগাদ তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসক সময়মতো ও মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জেলার উন্নয়ন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করা সম্ভব।