শিরোনাম

দিনাজপুর, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে প্রায় ১ হাজার শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে পরিচালনা করা হয়।
ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে কয়েক জন চিকিৎসক শীত জনিত রোগে আক্রান্ত রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
এই ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান কার্যক্রম চলাকালে, আগত সকল রোগীদেরকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জেলার হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন একজন মানবিক দেশ বরেন্দ্র উন্নত মানের চিকিৎসক। তিনি এই এলাকার একজন মানুষ হিসাবে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের দুরবস্থা দেখে, এ ধরনের মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
তিনি আরও বলেন, ডা. জাহিদ গত ১৫ দিন দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলা ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুরে অধিকাংশ গ্রামে গিয়ে শীত জনিত রোগে আক্রান্ত মানুষের অবস্থা স্বচক্ষে দেখেছেন।
এই অঞ্চলের অনেক দরিদ্র পরিবার বয়স্ক লোকজন ও শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দুর্ভোগ পাচ্ছেন।
এ সব বিষয় এই মহৎ চিকিৎসককে মানবিকতার দিকে এগিয়ে নিয়ে গেছে।
তিনি এই এলাকা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মানবিক কাজে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান কার্যক্রম শুরু করেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের এই ধরণের মহৎ উদ্যোগে, ওই এলাকার সর্বস্তরের জন-মানুষের প্রশংসা পাচ্ছে।
এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শিশু, নারী ও বয়স্কসহ সব শ্রেণী ও পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ পাচ্ছেন।
জেলার ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী বলেন, বর্তমান সময়ের স্বাস্থ্য ঝুঁকি ও আর্থিক সংকটের মধ্যে এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এক বড় স্বস্তির নাম ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান।
তিনি আরও বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হচ্ছে— যা মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
গতকাল শনিবার ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সেবার মাধ্যমে মানবতার আত্মপ্রকাশ ঘটানো যায়। আমি আমার এলাকার জনসাধারণের এই প্রচন্ড শীতে, শীতজনিত রোগীদের একটু চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি মাত্র।
তিনি আরও বলেন, এই উদ্যোগ প্রমাণ করে, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত উন্নয়নের ভিত্তি। স্বাস্থ্যবান মানুষই পারে একটি শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে।
এই মহতী উদ্যোগে তার সঙ্গে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, আমি আশা করছি, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম এই এলাকার জনমানুষের জন্য অব্যাহত থাকবে।