শিরোনাম

পটুয়াখালী, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মৎস্য সম্পদ সংরক্ষণে ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৬’-এর অংশ হিসেবে জেলার রাঙ্গাবালী ও গলাচিপায় যৌথ অভিযান চালানো হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে সোনার চর, মায়ার চর, তেতুলিয়া নদী ও সাগর মোহনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ৩১টি বেহুন্দি জাল ও ৩০টি চর ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ২২ লাখ ৭০ হাজার টাকা। পরে গহিনখালী লঞ্চঘাটে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও নৌ-পুলিশ সহযোগিতা করে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।