বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ২১:১৮

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯০ শতাংশ

ছবি : বাসস

রাজশাহী, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৬৬ শতাংশ।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি উপকেন্দ্রে একযোগে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার কিছু কক্ষ পরিদর্শন শেষে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজকের পরীক্ষার বিষয়ে ডিনস কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন।

এ বছর ১০টি অনুষদ ও দু’টি ইনস্টিটিউটের অধীনে ৫৯টি বিভাগের ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গড়ে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

গত শুক্রবার ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।