বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:১০
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:২০

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যু 

গোপালগঞ্জ, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় আজ ইজিবাইক (ব্যাটারি চালিত তিনচাকার গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে কাশেম মোল্যা (৩২) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মোল্যা জেলার কোটালীপাড়া উপজেলার আশুতিয়া এলাকার রাজ্জাক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী কাশেম মোল্যা সৌদি আরব কিছুদিন আগে বাড়িতে আসেন। আজ মঙ্গলবার সকালে শখের বশে তার ভাই হোসেন আলী মোল্যার ইজিবাইক নিয়ে কাশেম মোল্যা চালাতে যান। একপর্যায়ে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পানির মধ্যে পড়ে যায়। স্থানীয়রা কাশেম মোল্যাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।