বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ছবি: বাসস

খুলনা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনায় ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বিকেলে নগরীর শিববাড়ি বিসিক চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিসিক মেলার বিশেষত্ব হলো এটি একটি উদ্যোক্তা মেলা। ক্ষুদ্র ও কুটির হস্তশিল্পের উদ্যোক্তাদের অধিকাংশই নারী। নারীরা এই ছোট পরিসরে উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে সফলতা অর্জন করার পাশাপাশি দেশের অর্থনৈতির ক্ষেত্রে অবদান রাখছে।

তিনি আরও বলেন, বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্যের প্রসারতা ও ব্রান্ডিং করা সুযোগ পেয়ে থাকে। এ মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।

খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম ও বিসিকের আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার। স্বাগত বক্তব্য দেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীন। 

শুভেচ্ছা বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক খুলনা জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে। ৪০টি স্টলে উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।