শিরোনাম

রাজশাহী, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফ শেখ (৫২) রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি ও০ মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত নওশাদ শেখের ছেলে।
এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার ৫ জন এবং অন্যান্য মামলার আসামি ৪ জন রয়েছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান পিপিএম বলেন, রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি আরিফসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।