শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে সুপার ক্যারাভান শহরে তথ্য প্রচার করেছে ।
আজ রোববার সকালে শহরের শহীদ মিনার চত্বরে প্রচার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউর করীম ,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ,জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণ।
ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর প্রস্তাবিত গনভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। নাগরিকের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারে সচেতন করতে এই সুপার ক্যারাভান বিভিন্ন স্লাইট প্রচার করে।
এক ভিডিও চিত্রে আওয়ামীলীগের সময়ে ভোটে অনিয়ম , জোড়পূর্বক কেন্দ্র দখল এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ ,সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
সুপার ক্যারাভানটি আগামীকাল সোমবার গজারিয়া, টংগিবাড়ী, লৌহজং উপজেলায় এবং পরশু মঙ্গলবার শ্রীনগর ও সিরাজদিখানে প্রচারণা কার্যক্রম চালাবে।