শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ৮ লাখ ৬৯ হাজার ২০৬ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করছেন।
আজ রোববার দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮২ হাজার ৬৭৮ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৫২৬ জন।
তথ্যমতে, প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৬৯ হাজার ২৫৪ জন নিবন্ধন করেছেন। এছাড়া, কাতারে ৬১ হাজার ৭৪১, মালয়েশিয়ায় ৪৭ হাজার ২২০, ওমানে ৪৬ হাজার ৬৫২, সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ১১ এবং যুক্তরাষ্ট্রে ২৬ হাজার ৫৩১ জন ভোটার নিবন্ধন করেছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৯৫ হাজার ২৯১ জন। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা ৭৪ হাজার ৬৭৪ জন। এরপর রয়েছে, ঢাকায় ৬৭ হাজার ৫৩৩, চট্টগ্রামে ৬৪ হাজার ৫৬০, নোয়াখালীতে ৪২ হাজার ৯৩৪ ও সিলেটে ৩১ হাজার ৫০৪ জন।
সংসদীয় আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন সবার শীর্ষে রয়েছে, যেখানে ১২ হাজার ৫৫৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ১৩৫, নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৯২৫ এবং কুমিল্লা-১০ আসনে ৯ হাজার ৮৭০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
ইসি জানায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। গত বুধবার এই সময়সীমা বৃদ্ধি করা হয়। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। তবে নিবন্ধনের জন্য প্রবাসীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।