বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৯

খুলনায় পারিবারিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: বাসস

খুলনা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় প্যারেন্টিং এডুকেশন এন্ড ফ্যামিলি লার্নিং (শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার আলবাব একাডেমির আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য দেন আলবাব একাডেমির চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবু সাঈদ।

সেমিনারে বিশেষ অতিথি থেকে প্যারেন্টিংয়ের উপর বক্তব্য দেন লেখক এবং টুয়েন্টি ওয়ান একাডেমির চেয়ারম্যান জিয়াউল হক, এডুকেশনের উপর আলোচনা করেন লন্ডন নিউ সিটি কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. নুরুল ইসলাম। ফ্যামিলি লার্নিংয়ের উপর আলোচনা করেন আলবাব একাডেমির পরিচালক শায়েখ আব্দুর রহমান মাদানি।

এছাড়া বক্তব্য রাখেন আলবাব একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহিল গালিব, শিক্ষা ব্যবস্থাপনার প্রধান ডা. মো. রোকনুজ্জামান, অধ্যক্ষ ড. মুহাম্মাদ আব্দুল জলিল প্রমুখ। সমাপনী বক্তব্য দেন আলবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলবাব একাডেমির পরিচালক ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন, ডা. মোহসীন আলী ফারাজী, ডা. আব্দুল হালিম সরদার, মো. আব্দুস সালাম, আরিফা ইয়াসমিন, ড. জাহিদুল হাসান রুহিন, ডা. আব্দুল ওয়াদুদ, ড. হারুন উর রশিদ, ডা. ইসমত আরা, ডা. কাজী শামীম পারভেজ, ডা. মো. কুতুব উদ্দিন মল্লিক, ডা. মো. মিশকাতুস সালেহিন, ডা. মো. মিজানুর রহমান, ডা. শহীদুল ইসলাম মুকুল, ড. মো. তাহেরুল ইসলাম, ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম রানা, ডা. মসিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো সন্তান পেতে হলে ভালো মা-বাবা হতে হবে। সুসন্তান গড়ে তুলতে যতই ব্যস্ততা থাকুক, সন্তানকে সময় দিন। বদভ্যাস থাকলে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তা ত্যাগ করুন। সন্তানকে মানুষ করতে চাইলে তাকে হালাল উপার্জন থেকে খাওয়ান। এ সময় সন্তানের প্রতি সচেতন অভিভাবকের দায়িত্ব ও কর্তব্যের নানা দিক তুলে ধরেন বক্তারা।

সেমিনারে শিক্ষাবিদ, চিকিৎসক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।