বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২২:২১

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

ছবি; সংগৃহীত

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে রোববার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

ইয়াঙ্গুনে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও পেশাজীবীরা অনুষ্ঠানে যোগ দেন বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিত নারীদের স্মরণ করেন।

তিনি এ সময় কৃতজ্ঞতার সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।

তিনি প্রবাসী বাংলাদেশিদের জাতি গঠনে ভূমিকার কথা তুলে ধরেন এবং তাদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

দূতাবাসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাস পরিবারের সদস্য এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশিরা অংশ নেন।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর একটি তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।