বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২১:১৫

খুলনায় এনসিপি নেতার ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খুলনায় এনসিপি নেতার উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছি।

আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জকসু নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

খুলনায় এক এনসিপি নেতাকে গুলি করার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি খবর পাওয়ার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের সাথে কথা বলেছি এবং হামলায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা পৌঁনে ১২টার দিকে খুলনা শহরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মোতালেব সিকদারের (৪২) মাথা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব এখন শঙ্কামুক্ত।