বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২১:০৮

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায়

মাগুরা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। 

জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি এম সাজিন ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়াড়, অভিভাবকসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজ থেকে শুরু হওয়া এই বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে খুলনা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে প্রতিটি জেলা একে অপরের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচগুলো ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে খুলনা ও চুয়াডাঙ্গা জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা দল একে অপরের মুখোমুখি হবে।

টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় ক্রিকেটের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।