বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার, প্রাকৃতিক বনভূমি ও পাড়াবন সংরক্ষণ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইআরআর ডি সিএইচটি ও ইউএনডিপির উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
এ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ দেওয়ান।

জেলা পরিষদের সদস্য নাইউ প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পরিষদের পরামর্শক (গর্ভন্যান্স) অরুনেন্দু ত্রিপুরা ও প্রকল্পের জেলা কর্মকর্তা কামনাশীষ খীসা প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান বলেন, পার্বত্য এলাকায় প্রাকৃতিক বনভূমি ও সামাজিক বন রক্ষা করতে না পারলে প্রাণিবৈচিত্র্য ক্ষতিগ্রস্থ হবে। এখনই এ বিষয়ে সবাই এগিয়ে না এলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পে মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি কমানোর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নসহ নারীদের সক্ষমতা বাড়ানো।

এ অবহিতকরণ সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।