বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২০:১৭

ঠাকুরগাঁওয়ে অস্ত্র ও গুলি উদ্ধার 

ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানকালে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। 

আজ সোমবার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত সোমবার রাত ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ০৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়াপুকুর গ্রামের বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়াপুকুর কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৯ এমএম বোর ও ৭.৬৫ এমএম বোরের দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১৭ রাউন্ড তাজা গুলি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।