বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার শাজাহানপুর উপজেলার আজ ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।  

আজ রোববার দুপুর সোয়া ১ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৯৩৭) ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে ড্যান্সিং প্যাটার্নে মোটরসাইকেল চালিয়ে একইদিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী দুইব্যক্তি। বি-ব্লক এলাকায় পৌঁছামাত্র দ্রুতগতির মোটরসাইকেলটি ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। সাথে সাথে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একব্যক্তির মৃত্যু হয়। অপর আরোহী গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।