বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩

মাগুরায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

ছবি : বাসস

মাগুরা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জন মার্ক। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন চার্চের পালকবৃন্দ এ সভায় অংশগ্রহণ করেন।

শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন এবং নগর কীর্তন নির্বিঘ্ন করতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে এ সভায় আলোচনা করা হয়। নগর কীর্তন চলাকালে ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার, পুলিশি টহল বৃদ্ধি এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

সভায় জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর নগর কীর্তনের মধ্য দিয়ে মাগুরায় বড়দিনের উৎসব শুরু হবে।

এ সময় পুলিশ সুপার বলেন, “বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।”

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যাতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।