শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এ ভোলা ও হাতিয়ায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ ভোলা, ভোলার বোরহানউদ্দিন থানাধীন দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সেলিম হাওলাদার নামে একজনকে আটক করা হয়।
এছাড়াও শনিবার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন কোরালিয়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। এসময় আবুল কাশেমে একজনকে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিদ্বয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।