বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:০১

ঝিনাইদহে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজ ঝিনাইদহে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। ছবি : বাসস

ঝিনাইদহ, ২১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে সদর উপজেলার হলিধানী বাজারে ৪নং হলিধানী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদ।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি প্রমুখ উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।