বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

রাবির বাংলা বিভাগের অ্যালামনাই'র নতুন কমিটি ঘোষণা

রাজশাহী, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর বাংলা বিভাগের অ্যালামনাই'র ৫ম সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৯-২০ ডিসেম্বর শুক্র ও শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি প্রফেসর ড. শহীদ ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মানিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কবি, গল্পকার ও প্রাবন্ধিক শেখ আতাউর রহমান এবং কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক জুলফিকার মতিনকে যৌথভাবে বাংলা বিভাগ অ্যালামনাই কলাবিদ পুরষ্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে দু'বছর পর পর এ পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও অ্যালামনাই থেকে বর্তমান শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভায় ৩৩৯ জন অ্যালামনাসসহ ৫৩০ জন অংশগ্রহণ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং  কোষাধ্যক্ষসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। এই কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৭ মেয়াদের জন্য গঠিত হয়েছে।