শিরোনাম

বরিশাল, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সভাকক্ষে আজ রোববার দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে যেসব ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তা ও কালভার্টগুলো এখনো মেরামত করা হয়নি সেগুলোর কাজ দ্রুত শেষ করতে হবে। নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি বিকল্প ব্যবস্থা রাখতে হবে।
এ সময় জেলা প্রশাসক সাধারণ জনগণকে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান।
চিকিৎসা সেবা প্রসঙ্গে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি, তাহলে সাধারণ জনগণও সেখানে চিকিৎসা নিতে আগ্রহী হবেন। এতে সরকারি হাসপাতালের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।