বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫

রাজবাড়ীতে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

ছবি : বাসস

রাজবাড়ী, ২১ ডিসেম্বর,২০২৫( বাসস) জেলায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এতে উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. শামসুল হক। সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সোহেল শেখ, সদর হাসপাতালের উপপরিচালক ডা. শেখ আব্দুল হান্নান।জেলা সমাজ সেবার  উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদাউস, জেলা শিক্ষা প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা মো. বদরুল আলম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান।  পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন অফিসের কর্মকর্তারা।

সভায় আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে। প্রতিটি ভোট কেন্দ্রে সি সি ক্যামেরা এবং মনিটর জরুরি ভিত্তিতে সংযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা উন্নতির  ব্যাপারে  পদক্ষেপ নিতে তাগিদ দেন।