শিরোনাম

রাঙামাটি, ২১ ডিসেম্বর ২০২৫(বাসস): জেলায় আজ পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন এবং অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী কর্মশালায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাঙামাটিতেও যাতে আগামী নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সঠিকভাবে কাজ সম্পন্ন করতে হবে।
দিনব্যাপী এ কর্মশালায় পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন এবং অবহিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।