শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ এক শোকবার্তায় এ কে খন্দকারকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনাপতি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নেতৃত্ব, সাহস ও কৌশলগত প্রজ্ঞা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে যুদ্ধ পরিচালনায় এ কে খন্দকারের অতুলনীয় অবদানের কথার স্মরণ করেন তৌহিদ হোসেন।
তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে যুদ্ধবিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠনে তার দূরদর্শী নেতৃত্ব দেশ গঠনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরো উল্লেখ করেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে এ কে খন্দকারের উপস্থিতি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে।
তিনি বলেন, এ কে খন্দকার শুধু একজন বীর মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান দেশপ্রেমিক ও ইতিহাস-সচেতন দলিলকার। পাশাপাশি তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তৌহিদ হোসেন বলেন, তার প্রয়াণে জাতি একজন চৌকস সামরিক কর্মকর্তা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককে হারাল।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।