বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮

মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, জরিমানা

মাগুরা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরির দায়ে মাগুরা সদর উপজেলায় মেসার্স মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা তিন দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায়। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে দই-মিষ্টির দোকান, হোটেল ও খাদ্যপণ্য বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযানকালে মুসলিম সুইটসে ভয়াবহ অনিয়ম ও চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। দোকানটির ভেতরে স্যাঁতসেঁতে, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে খোলা অবস্থায় দই ও মিষ্টি সংরক্ষণ করা হচ্ছিল।

কর্মচারীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

এছাড়া খোলা দই ও মিষ্টির মধ্যে তেলাপোকা, মাছি, মশা, মাকড়সার অংশ এবং মানুষের চুল পাওয়া যায়। মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য খাদ্যে মেশানোরও প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হলেও কোনো উন্নতি হয়নি।

এ সকল অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আমিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত খাদ্যদ্রব্য তাৎক্ষণিকভাবে নষ্ট করে দেওয়া হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।