শিরোনাম

টাঙ্গাইল, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আজ রোববার দুপুরে জেলা নির্বাচন অফিসে উপস্থিতি হয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলামের কাছ থেকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর ও গোপালপুর) আসনে বিএনপি মনোনীত সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর টুকু সাংবাদিকদের জানান, আচরণবিধি মেনেই আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আল্লাহ যদি সহায় হোন এবং আগামী নির্বাচনে যদি জয়ী হতে পারি,টাঙ্গাইলের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নে কাজ করতে চাই। সেই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই ইনশাল্লাহ।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি আসনে এ পযন্ত ২৩টি মনোনয়ন ফরম বিতরণ করা করেছে।
তিনি জানান, জেলার ৮টি আসনে মোট ভোটার রয়েছে ৩৩ লাখ ৩৪ হাজার ৩২৫ জন। মোট ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে ১ হাজার ৬৩ টি। আমরা আশাবাদী আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। সেজন্য আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনায় দিনরাত কাজ করে যাচ্ছি।