শিরোনাম

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
রাজশাহী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের মামলার মূল আসামি সোহেল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত সোহেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামাটোলা গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আসামি সোহেল রানার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজশাহী শহরে আসতে বলে। গত ১৭ ডিসেম্বর ওই নারী রাজশাহী শহরে আসলে আসামি সোহেল রানা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরের একটি হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণের পর বিয়ে না করে চলে যায়। পরবর্তীতে ওই নারী রাজপাড়া থানায় ধর্ষণ মামলা করেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে র্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড় থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।