বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া

রোববার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

গাজীপুর, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে জেলার কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার  সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে  এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নাহিদুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার  মফিজ উদ্দিন,  উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা মনি, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রেজাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমীন, উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মাহফুজ প্রমুখ।