শিরোনাম

নোয়াখালী, ১৪ ডিসেম্বর,২০২৫ (বাসস): নানা আয়োজনের মধ্য দিয়ে জেলায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টায় জেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
জেলা পুলিশ সুপার টি.এম.মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা কারাগার, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী পৌরসভা, জেলা পরিষদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের তাৎপর্য ও তাদের স্মৃতি তুলে ধরেন।
এছাড়া দিনব্যাপী জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা আয়োজন করা হয়েছে।