বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৮:০৬

নোয়াখালীতে পোষ্টাল ব্যালট বক্স সিলগালা কার্যক্রম অনুষ্ঠিত

ছবি : বাসস

নোয়াখালী, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোষ্টাল ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রমের লক্ষ্যে জেলায় পোষ্টাল ব্যালট বক্স সিলগালা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। পোষ্টাল ব্যালটের ভোট সংরক্ষণের পদ্ধতি ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

এ সময় জেলার ছয়টি নির্বাচনী আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের  প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার ছয়টি নির্বাচনী আসনে এবছর ৬০ হাজার ৯২৬ জন ভোটার পোষ্টাল ব্যালটে ভোটের আবেদন করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আজ আনুষ্ঠানিকভাবে পোষ্টাল ব্যালট বক্স সিলগালা করার মধ্য দিয়ে ডাক বিভাগের মাধ্যমে আসা পোষ্টাল ব্যালট জমা হবে। এসব বক্সের ব্যালট গুলো আগামী ১২ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর গণনা করা হবে।

উল্লেখ্য, জেলার ছয়টি নির্বাচনী আসনে এবার ৮৭৫ টি ভোটকেন্দ্রে ৫ হাজার ৬০৯ টি বুথে ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।