বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪২

খুলনায় ক্ষুদ্র ও কুটির শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় এ ‘চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষুদ্র ও কুটির শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

খুলনা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :‘চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষুদ্র ও কুটির শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এই সেমিনার  অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে অতিথিরা বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে। 

চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বর্তমানে বিশ্বের আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লব অন্যতম একটি বিষয়। 

চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তির সঙ্গে মানুষ, প্রকৃতি এবং সমাজের সম্পর্ক বৃহত্তর রূপান্তর হতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধাগুলো উদ্যোক্তাদের গ্রহণ করা প্রয়োজন।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক খান মেহেদী হাসান। 

সেমিনারে বিসিক আঞ্চলিক কার্যালয় খুলনা আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বিসিক খুলনা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) গোলাম সাকলাইন। সেমিনারে ৪৫ জন উদ্যোক্তা অংশ নেন।