বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

জেলায় সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মাহফুজ আফজাল। ছবি : বাসস

ঝিনাইদহ, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মাহফুজ আফজাল। 

আজ বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল -এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক ইত্তেফাকের বিমল সাহা, এনটিভি ও দৈনিক যুগান্তরের মিজানুর রহমান বাবুল প্রমুখ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন। পুলিশ জনগণের বন্ধু, এই স্লোগান শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। 

তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হাতে অপরাধ দমন করা হবে।