বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

নানা আয়োজনে বরিশাল মুক্ত দিবস পালিত

বরিশাল মুক্ত দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। ছবি : বাসস

বরিশাল, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে পাক হানাদারদের কবল থেকে বরিশাল মুক্ত হয়েছিল। এই দিনটিতে মুক্তিযোদ্ধারা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছিল।
১৯৭১ সালের ২৬ মার্চ বরিশাল শত্রুকবলিত হওয়ার আগেই সরকারি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীন বাংলা সরকারের অস্থায়ী সচিবালয়। যা আজও সংরক্ষিত রয়েছে। 

আজ বরিশাল মুক্ত দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।

সকালে নগরীর বগুড়া রোডের সরকারি বালিকা বিদ্যালয়ে অবস্থিত প্রথম সচিবালয়ের সামনে যান মুক্তিযোদ্ধারা। পরে দোয়া মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধ সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাধীন বাংলাদেশকে নতুন প্রজন্ম আরও সামনে এগিয়ে নেবে এমন প্রত্যয় ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।