বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

নওগাঁয় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা 

নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: বাসস

নওগাঁ, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নজিপুর গোলচত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়। এ পথসভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

পরে সেখান থেকে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে মোটরসাইকেল শোভাযাত্রাটি। শোভাযাত্রায় ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুই পাশের মানুষদের শুভেচ্ছা জানান বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান। এ সময় তার সাথে ছিলেন তাঁর সহধর্মিনী জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি। 

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সদস্য ও সমর্থক।

প্রায় ১০ হাজার মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রায় জনমানুষের দীর্ঘ লাইনে গণজোয়ারে পরিণত হয় রাস্তা।