বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন 

ছবি : বাসস

হবিগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় র‌্যালি, আলোচনা সভা, পতাকা উত্তোলন ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

আজ সকাল ১০টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, হবিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা ইউনিটের কমান্ডার গোলাম মোস্তফা রফিক, সদস্য সচিব হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।