শিরোনাম

চাঁদপুর, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় অসহায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শহরের তিনজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বয়সি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া চিকিৎসা সেবা কার্যক্রম চলে দুপুর ১টা পর্যন্ত। এর আগে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া।
ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন ফোরামের সহযোগিতায় এই চিকিৎসা সেবার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখা।