শিরোনাম

কুড়িগ্রাম, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, কুড়িগ্রামের দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের অধীনস্থ সব দপ্তরকে সমন্বিতভাবে ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ডিসি অন্নপূর্ণা দেবনাথ এসব কথা বলেন।
উপজেলার মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুকাইয়া পারভীন পৃথক দুটি উপস্থাপনায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, কুড়িগ্রাম থানার ওসি মো. হাবিবুল্লাহ, এনসিপির উপজেলা সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ ভোগডাঙ্গা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত উপস্থাপন করেন।